বাঁশখালী টাইমস: বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা আজ সকাল ১১ টায় হাসপাতালে সভাকক্ষে ডাঃ শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুর রহিম উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন- ‘করোনা দুর্যোগে এ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। সরকারি নির্দেশনার আলোকে সাধারণ মানুষের সেবায় আপনাদের মানবিক পদক্ষেপ বাঁশখালীবাসী ভুলবেনা। আমি আশা করবো- ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে।