মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: করোনা আতঙ্কে রোগীশূন্য হয়ে পড়েছে বাঁশখালী উপজেলা হাসপাতাল। রোগীরা সম্পূর্ণ সুস্থ না হলেও হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।
হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। মেডিসিন বিভাগসহ সব ওয়ার্ডের ইনডোর-আউটডোরে প্রতিদিন প্রায় ৪শ’ রোগী ভর্তি থাকতো। করোনা আতঙ্কের কারণে ভর্তি আছেন পুরুষ ওয়ার্ডে ২ জন, মহিলা দুই ওয়ার্ড মিলে ৫ জন সর্বমোট ৭ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আবার যারা ভর্তি রয়েছেন তাদের অনেকই করোনা আতঙ্কে হাসপাতাল ছাড়ছেন। ফলে রোগীশূন্য হয়ে পড়েছে উপজেলার একমাত্র এই সরকারি হাসপাতালটি। ২৭ মার্চ শুক্রবার বিকেলে এমন চিত্র দেখা গেছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে।
করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা, হয়ত এ কারণে রোগীর সংখ্যা কমে গেছে- এমনটা জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহিদ চৌধুরী বলেন, খুব জরুরি না হলে রোগীদের হাসপাতালে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।