নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: বাঁশখালী আসনে দায়িত্বপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য ফরিদা রহমান (৭৬) আজ ১৯ মে রাত ২ টায় ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ২৭ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, তিনি ২০০৯-২০১৪ সালে বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য থাকাকালীন সরকারদলীয় দায়িত্বপ্রাপ্ত সাংসদ হিসেবে কাজ করেন।
কাল যোহরের পর নড়াইলে ১ম জানাজা ও নিজ গ্রামে ২য় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে বাঁশখালী টাইমসকে জানিয়েছেন মরহুমার জামাতা কর কমিশনার বজলুল কবীর ভুঁইয়া।