BanshkhaliTimes

করোনায় আক্রান্ত বাঁশখালীর সন্তান শিল্পী রবি চৌধুরী

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: জনপ্রিয় শিল্পী বাঁশখালীর কৃতিসন্তান রবি চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। রবি চৌধুরী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশা আল্লাহ।’

রবি চৌধুরী কোন হাসাপাতালে চিকিৎসাধীন, সে ব্যাপারে কিছুই বলতে চাননি তাঁর পারিবারিক সূত্র। এমনকি এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কে কিছু জানায়নি। প্রসঙ্গত সংগীতের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। গান করেছেন সিনেমাতেও। সর্বশেষ তাঁর গাওয়া ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতে ছিলেন অপু রায়হান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *