বিটি ডেস্কঃ বাঁশখালী উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের ছোট ভাই মোহাম্মদ করিম উদ্দিন এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আবদুল্লাহ কবির চৌধুরী লিটন, বাঁশখালী উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মকছুদ (মাসুদ), বাঁশখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরানুল হক ইমরান, সাধারণ সম্পাদক ফয়সল জামিল চৌধুরী(ছাকি) প্রমূখ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য গত শুক্রবার মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাঁশখালী উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের ছোট ভাই পুলিশ কনস্টেবল মোহাম্মদ করিম উদ্দিন প্রাণ হারান।