মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালীতে অবৈধ করাত কলে গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। পুঁইছুড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছুড়ি ৩ নং ওয়ার্ডের হাইধারী ঘোনা এলাকার স্থানীয় ইউপির চেয়ারম্যানের মালিকানাধীন করাত কলে এ ঘটনা ঘটে। জানা যায়, একই এলাকার স্থানীয় ছৈয়দ নুরের বড় ছেলে মোহাম্মদ আব্বাস দীর্ঘদিন যাবৎ স্হানীয় চেয়ারম্যান সোলতানুল গণী চৌধুরী লেদু মিয়ার মালিকানাধীন করাত কলে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
উক্ত করাত মিলে শ্রমিক সংকট হওয়ায় তার ছোট ভাই মোহাম্মদ আক্কাছ(৩০) অস্হায়ী ভাবে কে চাকুরী দেয়।সেই হিসেবে প্রতিদিনের মত মোহাম্মাদ আক্কাস আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯ টার সময় কর্মস্হলে গেলে কর্মরত অবস্থায় গাছ ছিড়াতে গিলে গাছের চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
এ ঘটনাকে ধামা পাচা দিতে স্হানীয় দুই মেম্বারের নেতৃত্বে নিহতের অসহায় দরিদ্র পিতাকে অর্থের বিনিময়ে মীমাংসা করে লাশ ময়নাতদন্ত ছাড়াই ৪. ৩০ মিনিটে দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান সোলতানুল গনী চৌধুরীর মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।