বাঁশখালী কমল স্মৃতি সংসদের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নং ঘোষণা করা হয়েছে।
সভাপতি পদে- বেলাল মাহমুদ, ব্যালট নং-৬, জালাল উদ্দীন, ব্যালট নং-৭, সৈয়দ নুরুল অাবসার, ব্যালট নং-৪, সাধারণ সম্পাদক পদে- নুর উদ্দীন, ব্যালট নং-৫, অাজিম উদ্দীন, ব্যালট নং-৩, অানিসুজ্জামান, ব্যালট নং-১, হেফাজ উদ্দীন, ব্যালট নং-২।
উল্লেখ্য, আগামী ৬ই সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।