পৌরসভা প্রতিনিধি : বাঁশখালী ( Banshkhali ) কমল স্মৃতি সংসদের বার্ষিক বনভোজন উদযাপন
বাঁশখালী কমল স্মৃতি সংসদের বার্ষিক বনভোজন বাঁশখালী সমুদ্র সৈকত ( Banshkhali Sea Beach) (বাহারছড়া পয়েন্টে) অনুষ্টিত হয়।
বনভোজন উপলক্ষে এক মোটর শোভাযাত্রা বের করা হয়,বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা থেকে মোটর শোভাযাত্রা বের হয়ে বাঁশখালী ( Banshkhali ) সমুদ্র সৈকতে শেষ হয়,বনভোজন উপলক্ষে আয়োজিত আলেচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান সংসদের আহবায়ক ওসমান গণি মুজাহিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদের পরিচালনায় অনুষ্টিত হয়,উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন চেয়ারম্যান লোকমান মাস্টার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্টি ক্রীড়া সংগঠক আলী হায়দার,সমাজসেবক দেলোয়ার আজিম,আতাওর রহমান কাইচার ও ওসমান মেম্বার।
এই সময় বাঁশখালী ( Banshkhali ) কমল স্মৃতি সংসদের সকল যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।