BanshkhaliTimes

কমরুদ্দিন আহমদ বাঁশখালীর শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত

বাঁশখালী টাইমস: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন অধ্যাপক কমরুদ্দিন আহমদ। তিনি একাধারে কবি, গবেষক, সাংবাদিক।

BanshkhaliTimes

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং সম্মানীয় বাছাই কমিটির সকল সদস্যের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১৯৯১ সাল থেকে টানা ২৮ বছর ধরে কলেজে শিক্ষকতা করছি। কোনোদিন এ প্রতিযোগিতায় নাম পাঠানো হয়নি। এবছর অধ্যক্ষ মহোদয় নাম প্রস্তাবের জন্য কমিটি করে দিলেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শ্রেণি কার্যক্রম, প্রকাশনা, সামাজিক এবং সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম বিবেচনা করে আমার নামটি পাঠানো হয়। যা ১০০ নম্বরের বিবেচনায় সম্মানিত বিবেচকরা বিবেচনা করে বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ হিসেবে সিদ্ধান্ত ঘোষণা করেন। এই পুরস্কারে আমি আনন্দিত। পাশাপাশি সকলের প্রতি আমার দায়িত্বও বেড়ে গেল।

একজন সফল ব্যক্তিত্ব কবি কমরুদ্দিন আহমদ। ব্যক্তি, পরিবার, সমাজ, পেশাগত ও নেশাগত চতুর্দিকেই খেলেছেন নিজের সেরাটা দিয়ে। সেই খেলায় যোগ করেছেন খেয়াল নামক বাড়তি রসদ। নিজের খেয়ালেই প্রতিভা ও খ্যাতির বিচারে ছাড়িয়ে গেছেন নিজেকে।
সাহিত্য চর্চার বাইরেও তাঁর সম্পাদনা ও সাংগঠনিক কর্মকান্ডের পরিধিও রীতিমত ঈর্ষণীয়।
১। সহকারী সম্পাদক ( সাহিত্য ও ফিচার )- দৈনিক পূর্বদেশ
২। সম্পাদক- মাসিক বাঁশখালী
৩। সম্পাদক- “বাঁফা” বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম- ৬ষ্ঠ সংখ্যা
৪। সহকারী সম্পাদক- দৈনিক পূর্বদেশ ঈদ সংখ্যা’২০১৩
৫। সদস্য, সম্পাদনা পরিষদ- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস সম্মেলন’২০১১ স্মরণীকা
৬। সদস্য, সম্পাদনা পরিষদ- ‘এক সে পদ্ম তার চৌষট্টি পাখনা’- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা সম্মিলন স্মারক ১ম পুনর্মিলন’২০০৮
৭। সদস্য, সম্পাদনা পরিষদ- ‘জল পড়ে পাতা নড়ে’- ২য় বাংলা সম্মিলন স্মারক’২০১০
৮। সদস্য, সম্পাদনা পরিষদ- চট্টগ্রাম কলেজ বাংলা উৎসব’ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন স্মারক
৯। সদস্য, সম্পাদনা পরিষদ- ‘আলোক পাখির ডানা’- ফররুখ স্মৃতি পুরস্কার স্মারক’২০০৯, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র
১০। সদস্য, সম্পাদনা পরিষদ- ‘বাফা’ -৪র্থ সংখ্যা
১১। সদস্য, সম্পাদনা পরিষদ- ‘বাফা’ -৫ম সংখ্যা
১২। সদস্য, সম্পাদনা পরিষদ- স্মরণিকা পুকুরিয়া ফাউন্ডেশন
১৩। সদস্য, সম্পাদনা পরিষদ- ‘লোনা হাওয়ার টানে’- আনন্দ বনভোজন স্মারক’২০১০- চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র
১৪। সদস্য, সম্পাদনা পরিষদ-‘পাতা ঝরা রিনি ঝিনি’ আনন্দ বনভোজন স্মারক’২০১১- চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র
১৫। সার্বিক তত্বাবধান- ‘বাঁশি’- বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রীদের বনভোজন স্মারক

সাংগঠনিক কর্মকান্ড

১৬। আহবায়ক- বাঁশখালী সাহিত্য পরিষদ (বাঁসাপ)
১৭। জনসংযোগ কর্মকর্তা- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চট্টগ্রাম জেলা শাখা
১৮। প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য- বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম
১৯। প্রতিষ্ঠাতা সদস্য- পুকুরিয়া ফাউন্ডেশন
২০। সভাপতি- চাঁদপুর চন্দ্রপুর সমাজ কল্যান সংস্থা, বাঁশখালী
২১। দপ্তর সম্পাদক- বাংলা সম্মিলন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২২। সদস্য- চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *