মানুষের স্বপ্নবোনা
কমরুদ্দিন আহমদ
মানুষের অসংখ্য স্বপ্ন ভোরের
শিশির বিন্দু, সকালে শুকায়
জ্যৈষ্ঠের দুপুরে তকফাটা রোদ
মোসাম্বি বিকেল, নক্ষত্রের জোনাকি
আন্ধকারে লোভ আর লাভের
ফানুস, উড়ে, পুড়ে , হতেছে বিলীন।
আমাদের জীবন বিন্দু বিন্দু
আলো আর অন্ধকারে বাবুইবাসা
অনিশ্চিত ঝড়ের কবলে, দম ফুরিয়ে বাঁচে
তার পর কি আছে, কি নেই, ক’জন তা ভাবে!
পৃথিবী নামক বেশ্যার মায়াবী ছলে
সুখ খুঁজে হয়রান_ কারো অঢেল
শান্তি খোঁজা _ ধর্মে-নির্বাণে।
পুরস্কার নেয়া, তিরস্কার গেলা
ভাসে না মহাকালের ভেলায়
সবই নির্ণিত_ শিল্পের পূর্ণিমা প্লাবনে
ক’জন স্নাতক, ক’জনকে নতুন স্বপ্নবোনায়!