বৃষ্টির বিরামপুরে
কমরুদ্দিন আহমদ
শ্রাবণ যায়যায়, সেগুনের বড়-পাতাগুচ্ছের সিথানে
শ্বেত-সবুজ মিশেলে-ফোটা ফুলের খোঁপা
বোহারার চুল নীলাভ সবুজ
শরতের প্রতীক্ষায় শিউলীর বাসন্তিরঙ্গা
কোমল পাতারা কী যেন বলতে উদগ্রীব
একঝাঁক পায়রা উড়ে এসে স্বস্তি খুঁজে টিনের চালায়
বৃষ্টির বিরামপুরে, এইসব ঊনিশ-শ্রাবণে কবিতার রসদ।
মায়ের কবর ঘিরে সৌন্দর্য্য ছড়ায় রঙ্গন বালারা
সবুজ রাংতাকচুর পাতায় লাল-শাদা আলপনা
মৌলিক শিল্পীর তুলির আঁচড় সবখানে
যা শিল্পীদের পক্ষে হুবহু অনুকরণ অসম্ভব।
মন উচাটন, প্রাণ উড়ে নিরবচ্ছিন্ন ছুটিতে
করোনা যাপন কি যে বিচ্ছিরি অপেক্ষা
বিমুগ্ধ বেদনায় সময় পার করে হৃদয়ের চাতক
স্বাগতম! কাশমেঘ, শিউলীর ডানা।