কমরুদ্দিন আহমদের কবিতা।। সাহিত্য সাময়িকী- ১৫

যুদ্ধ চাই, যুদ্ধ

কমরুদ্দিন

কবিতার নবী আলাওল, মাগন ঠাকুর
দৌলত কাজীর আত্মা যুদ্ধের জন্য করছে হাহাকার!

“প্রেম বিনে ভাব নাহি, ভাব বিনে রস
ত্রি-ভূবনে যত দেখ প্রেম হন্তে বশ । ”
আমরাও বশ মানবিকতায় ।

আরাকানিরা আমাদের ভাই-বোন সজন
নির্যাতিত এরা চায়, আমাদের আশ্রয়
প্রেম-ভালোবাসা। তাই _
আমাদের হৃদয়ের হেম ‘প্রেম হন্তে বশ’।

আরাকানিদের জন্মভূমির অধিকার, স্বাধীনতা
একান্ত প্রয়োজন।
আমরা স্বাধীন হতে তাদের নিয়েছি সরণ
তারাও এখানে এখন…
তাদের ভালোবেসে যুদ্ধে যেতে চাই
চাই , আরাকান রাজ্যের স্বাধীনতা ।

অমানবিক মিয়ানমারের সাথে
আরাকানিরা নিরাপদ নয়।

আমি তাদের অস্ত্র দেবো, সাহস দেবো
বাড়িয়ে সাহায্যের হাত প্রতিষ্ঠা করবো
স্বাধীন বন্ধুরাষ্ট্র।
ভাই সব _ সকলে সম্মিলিত সাহায্যের হাত বাড়িয়ে

বলুন_ যুদ্ধ চাই, যুদ্ধ, অমানবিক রাষ্ট্রের বিপরীতে ।

নিপীড়িত জনতাকে বাঁচাতে, জন্মভূমির অধিকার
প্রতিষ্ঠার যুদ্ধ, নিরাপদ জীবন প্রতিষ্ঠার যুদ্ধ।
মানবাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ
যুদ্ধ চাই, যুদ্ধ ।
যুদ্ধ যুদ্ধ খেলাই জীবন ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *