BanshkhaliTimes

কবি আল মাহমুদের বড় ছেলে শরীফ মাহমুদের ইন্তেকাল

BanshkhaliTimes

আবিদ আজম: কবি আল মাহমুদের বড় ছেলে মীর শরীফ মাহমুদ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডায়াবেটিস, কিডনী ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আল মাহমুদ ফাউন্ডেশনের সহ-সভাপতি কবি নাজমুস সায়াদাত এসব তথ্য নিশ্চিত করেন। শুক্রবার বাদ জুমা রাজধানীর রমনা থানা জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এ সময় নিকট আত্মীয় ছাড়াও কবি, সাংবাদিক ও প্রকাশকসহ বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। একটি জাতীয় দৈনিকে কর্মরত ছিলেন শরীফ মাহমুদ। আল মাহমুদের ৫ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তানের ভেতর তিনি ছিলেন সবার বড়। ২০১৯ সালে ইন্তেকালের আগে প্রায় এক দশক এই বড় সন্তানের বাসায় আল মাহমুদ বসবাস করতেন। কিংবদন্তি পিতার যাবতীয় বিষয় দেখভাল করতেন তিনি। মৃত্যুকালে প্রকৌশলী দুই পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য স্বজন-শুভাকাংখী রেখে গেছেন শরীফ মাহমুদ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারবর্গ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *