বাঁশখালী টাইমস: কিশোর ঔপন্যাসিক ও ছড়াকার বাঁশখালীর কৃতি সন্তান কবি আরকানুল ইসলামের জন্মবার্ষিকী অনুষ্ঠান গত ২৬ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
কবি মোস্তফা হায়দারের সভাপতিত্বে ও প্রাবন্ধিক ইলিয়াস বাবরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নগর ও নাগরিক সভাপতি লায়ন এম আইয়ুব, কথা সাহিত্যিক আরমানউজ্জামান, আবু ওবাইদা আরাফাত, কবি শফিক মোরশেদ, এম ইয়াসিন আরাফাত মোসলেহ্ মহসিন, মঈন ফারুক, ওয়ালিদ আমিন, মোহাম্মদ পারভেজ, আহমেদ তানভীর, জালাল উদ্দিন মিসবাহ, কবি আলাউদ্দীন কবির প্রমুখ।
এতে সাহিত্যবিশারদ সুহৃদ চট্টগ্রাম, নগর ও নাগরিক, নক্ষত্র চট্টগ্রাম, বাঁশখালী সাহিত্য পরিষদ, ঐতিহ্য সাহিত্য পরিষদ প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে কবির সাহিত্যকর্মের উপর মূল্যায়ন, সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করেন।