BanshkhaliTimes

মুরশিদুল আলম চৌধুরীর কবিতা || মোল্লা

BanshkhaliTimesমোল্লা
মুরশিদুল আলম চৌধুরী

মোল্লারে ধরো, মোল্লারে বাঁধো, মোল্লারে তোলো শূলে
সুযোগ পেলেই গালাগাল করো মোল্লার জাত তুলে।
তোমাদের কতো ঠাট-
মোল্লা পারে না তোমাদের মতো, আস্ত আনস্মার্ট
ফিনফিনে দাড়ি, হাতে তসবিহ, পাঞ্জাবি-পাতলুন
পাশে বসলেই থিরথির করে তোমার অধুনা খুন!

অপরাধী কেন মোল্লা?
সকাল-বিকাল ঠুনকো বিষয়ে করে না বেহুদা হল্লা!
মোল্লা পারে না ক্যাসিনোর রুমে ঘোরাতে রুলেট চাকা
গেমিং টেবিল চিপস আর প্লাকে তোমাদের হাত পাকা।

টেবিলের নিচে ঘুষ লেনদেনে মোল্লার হাত কাঁপে
পাড়ায় তোমার সম্মান বাড়ে ঘুষের টাকার তাপে।
মোল্লা চেনে না বেশ্যালয়ের রগরগে কড়া ঘ্রাণ
পাপের গন্ধ ছাড়া তোমাদের ভরে না ঘৃণ্য প্রাণ।

কালো টাকা দিয়ে বানাও গাড়ি, অট্টালিকার গ্রাম
তাদের তালিকা দেখেছ কখনও? আছে মোল্লার নাম?
সুন্দরী দেখে রাস্তার পাশে তোমরা ওড়াও শিস
মোল্লা বরং প্রতিরোধে তার বলছে অহর্নিশ।

বারের টেবিলে হুইস্কিতে কাটে তোমাদের দিন-রাত
পাপের পারদে ওঠে না নামে না মোল্লার জাতপাত।
রাজনীতি করো, পীর সেজে চলো, নিজের পকেট ভরো
মোল্লারে ছাড়ো, পাই পাই করে নিজের হিসাব করো।

তোমার আবাস আস্ত দোজখ, পাপের খাতায় ঠাসা
মোল্লার ঘর শান্তির নীড়- মসজিদ মাদ্রাসা!

♦ কবি ও সাংবাদিক

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *