
বোন ফেলানী
আবু ওবাইদা আরাফাত
কাটাতারে ঝুলে রয়
বোন ফেলানী,
আর কত সয়ে যাব
মার-পেদানী।
কত লাশে খোশ হয়
বন্ধুর দিল,
জানা নাই কত আর
রক্তের বিল।
সীমান্তে আজ শত
ফেলানীরা মরে,
চেতনারা চুপ রয়
দাদাদের ডরে।
সীমান্তে চলে গুলি
মাদকের উৎসব
সয়ে গেছে সব খুন
নেতাবেশে ভূতসব!
কিছু লাশ চায় শুধু
দেশটাতো চায় না!
দাদাদের আবদার
ফেলে দেয়া যায় না!