বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতিসন্তান, দেশ বিদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাঁশখালী টাইমস পরিবার।
এ সময় তাঁর হাতে বাঁশখালী টাইমসের চতুর্থ বর্ষপূর্তি সংখ্যার সৌজন্য কপি তুলে দেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, বিভাগীয় সম্পাদক মাহবুব ছোবহান চৌধুরী।
গতকাল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এই সাক্ষাতে রবি চৌধুরী বলেন- ‘বাঁশখালী একটি সম্ভাবনাময় জনপদ, এই এলাকার ইতিবাচক দিক সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণে এগিয়ে আসতে হবে। তিনি বাঁশখালী টাইমসের পঞ্চম বর্ষে পদার্পণে লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।