স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬৪জেলার মিলনমেলা ৩০আগষ্ট সকাল ৯টা হতে বিকাল ৬টা পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের সাথে শুভেচ্ছা বিনিময়, র্যালী এবং সম্মাননা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশন পরিবারকে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল, সমন্বয়ক মোহাম্মদ শহীদুল আলম, জিএন কবির চৌধুরী, মোহাম্মদ মিনহাজ উদ্দিন আবির, আব্দুল্লাহ মুহাম্মদ জাহেদ, ফজলুল করিম প্রমুখ।