বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম সার্কিট হাউজ ছেড়ে গেছেন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর। বেলা ১২টা ১৫ মিনিটে বিশাল গাড়ি বহরটি সার্কিট হাউজ থেকে বেরিয়ে যায়।
কাজীর দেউড়ি, নূর আহমদ সড়ক, বিমান অফিস, জুবলী রোড়, তিনপোল, নিউ মার্কেট হয়ে কোতোয়ালী ফিরিঙ্গি বাজার দিয়ে মেরিন সড়ক হয়ে কর্ণফুলি নতুন ব্রীজ দিয়ে বহরটি কক্সবাজারে উদ্দেশে এগিয়ে যাচ্ছে।
রাস্তার দুপাশে হাজার হাজার জনতা সকাল থেতে দাঁড়িয়ে আছে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য। অনেকে একই রঙের ড্রেস পরে এসেছে। কেউ পরেছে বাসন্তী রঙয়ের শাড়ি, কেউ আবার হাতি নামিয়েছে নেত্রীকে অভ্যর্থনা জানাতে।
খালেদা জিয়া গাড়ির সামনে অগ্রগামী দল হিসেবে যুবদল ও অঙ্গ-সংগঠনের ২৫ টি গাড়ি রয়েছে। তারা নেত্রীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাবে কক্সবাজার পৌঁছা পর্যন্ত।