শুভেচ্ছা তার জন্মদিনে
ওসমান মাহমুদ
(আরকানুল ইসলামের জন্মদিনে নিবেদিত ছড়া)
তাকে চেনে ফুল-পাখি নদী ও পাথার
চাঁদ তারা তার তরে খুলে রাখে দ্বার।
ছায়া দেয় আকাশের শামিয়ানা নীল
লাজরঙা হাসি তার, কী উদার দিল!
মন-মাঝি ছোটে তার সবুজের দিক
কাব্যোপদান যেথা করে ঝিকিমিক।
তার প্রিয় প্রজাপতি রংধনু ঘাস
ছড়া-কবিতায় আঁকা সেসব উচ্ছ্বাস।
কথা কাজ তার মাঝে দু’রকম নেই
ভাবা যায় তাকে প্রিয় সখা নিমেষেই।
শুভবোধ পুষে বোনে স্বপ্নের বীজ
মন যেন প্রণয়ের প্রিয় দহলিজ।
সাদাসিধে চলাফেরা বিশ্বাসে থির
আল্লাহর ডাকে সাড়া দিতে অস্থির।
মিতভাষী হাসিমুখ, সুগভীর চোখ
সিজদায় নুয়ে শির ভোলে যতো শোক।
জোছনায় ভিজে নেন নিশিথের পাঠ
ভোর তাকে খুলে দেয় আলোর কপাট।
নিশি ভোর সাঁঝে ফোটা কুসুমের বাস
ভরে তোলে বুকজুড়ে প্রাণের নিশাস।
যাকে নিয়ে এত কথা, এত যার মান-
তিনি প্রিয় ছড়াকার কবি আরকান।।