ওসমান মাহমুদ
দুটি ছড়া
এক।।
তুমি আমার সমস্তদিন
তুমি আমার সমস্তদিন
সন্ধ্যা থেকে ভোর
গভীর গোপন ভাবনাজুড়ে
আবেশমাখা ঘোর।
তুমি সতেজ জাগ্রত মন
স্বপ্নে বিভোর, ঘুম
বিষণ্নতার দিনশেষে সুখ-
বসন্ত মওসুম।
তুমি আমার সবুজ বাতাস
নিঃশ্বাসে প্রাণ-সুর
ঢেউ ভাঙা এক উছলে ওঠা
স্নিগ্ধ সমুদ্দুর।
দুই।।
তুমি আমার মনের মালিক
তুমি আমায় ঘুম পাড়ালে
গভীর রাতে
মিষ্টি ছোঁয়ায় ফের জাগালে
ঊষার প্রাতে।
কৃতজ্ঞতা কৃতজ্ঞতা তোমার প্রতি
তুমি আমার দুই নয়নে প্রেমের জ্যোতি।
ভালেবাসার হাত বাড়ালে
রাখতে বুকে
পথ হারালে দাও বিরহের
মামলা ঠুকে।
কৃতজ্ঞতা কৃতজ্ঞতা তোমার প্রতি
তুমি আমার দুই জনমের আপন অতি।
তুমিই সুখের ফাগুন জাগাও
ব্যাকুল মনে
সম্ভাবনার সূর্য পাঠাও
নিরাশ ক্ষণে।
কৃতজ্ঞতা কৃতজ্ঞতা তোমার প্রতি
মনের মালিক দাও রুখে সব বিবাদ ক্ষতি।