কাঁদে মানবতা
ওসমান মাহমুদ
জাতিগত দাঙ্গার আগুন এ
বার্মার সম্প্রীতি ফাগুনে-
বৌদ্ধরা ক্ষেপে ওঠে কী রাগে
রাখাইন মুসলিম বিরাগে ।
লাশ পড়ে রাস্তায় গাড়িতে
নারী খুন মুসলিম বাড়িতে।
এথনিক ক্লিনজিং মিশনে
মানবতা কেঁদে ফেরে ফি-সনে।
নাফ নদী লাল তাজা রুধিরে
লজ্জায় ভয়ে চোখ মুদিরে।
সারি সারি লাল ভাসে পানিতে
কার পাপে বর্মী এ ঘানিতে?
শান্তির ঘুঘু পাখি সু চি’রা
না বুঝুক,বোঝে কুলি মুচিরা-
গুটি চালে নোবেলের হোতারা
আড়ে দেথে দাঙ্গার শো তারা।
খুন হয় মাতা শিশু ভগিনী
ধর্ষিতা হয়ে মরে রোগীনি।
কার জোরে পার পায় খুনিরা
সাদা চাম ঋষি মহামুনীরা-
এর পিছে হাত রাখে শক্ত
এরা বড় ধড়িবাজ ঠক তো।
শান্তির ফেরি তবে রঙ্গ !
চুপ আজ কেন জাতিসংঘ?