এ যেন সাকিবময় বিশ্বকাপ! গত ১২ ইনিংসে ১০ বার পঞ্চাশোর্ধ্ব রান। শচীন টেন্ডুলকারের ১৬ বছরের পুরনো রেকর্ড ছোঁয়া এক বিশ্বকাপে সাত পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে। ২০১৯ বিশ্বকাপে নিজের খেলা সবগুলো ম্যাচে চল্লিশোর্ধ্ব রান। বিশ্বকাপ ইতিহাসেই টেন্ডুলকারের পর সর্বোচ্চ ১০টা ফিফটিও তারই। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক, সেটাও একটা লম্বা মার্জিনে। শচীন-হেইডেনের পর এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় নামটা এখন তারই। এখন পর্যন্ত সর্বোচ্চ বাউন্ডারি এই বিশ্বকাপে (৬০), দ্বিতীয় অবস্থানে বেয়ারস্টো (৫৫)। সাথে ১১ উইকেটের কথাও ভুললে চলবে না, ২০১৯ বিশ্বকাপে সেরা স্পিনার এখন পর্যন্ত তিনিই।
টুর্নামেন্টসেরা হবেন কি না, বলা কঠিন। কিন্তু দাবিটা দারুণভাবে জানিয়ে রাখলেন সাকিব, হয়ে উঠলেন সর্বকালের সেরাদের একজন। শুভেচ্ছা জানবেন, সাকিব আল হাসান!
Image Credit: Christopher Lee-IDI/IDI via Getty Images, roar bangla