বাঁশখালী টাইমস: দক্ষিণ বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় এবার এসএসসি ফলাফলে বাঁশখালীর প্রথম স্থান অধিকার করেছে।
মাধ্যমিক বিদ্যাপীঠটি বাঁশখালী উপজেলার পুইছড়ি ও শেখেরখীল ইউনিয়নে ১৯৬৪ সালে স্থাপিত হয়। ৫৭ বছরের ইতিহাসে অত্র প্রতিষ্ঠানের ফলাফল সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষায় ১৭৭ অংশগ্রহণ করেন। এতে কৃতকার্য হয় ১৭০ জন জিপিএ – ৫ পেয়েছে ৫ জন। সব মিলিয়ে ৯৬.০৫% পাশের হার দাঁড়ায়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম বাঁশখালীতে মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে প্রথম স্থান অর্জন করে। এ প্রসঙ্গে, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমার সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান স্যারের তত্বাবধানে, শিক্ষকদের প্রচেষ্টায়, এলাকাবাসীর সহযোগিতায় ও শিক্ষার্থীদের পরিশ্রমে এই ফলাফলে অর্জিত হই। অন্যদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শিল্পপতি আলহাজ্ব আজিজুর রহমান বলেন- ‘করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা মানসিক বিপর্যয়ে পড়ে। তা নাহলে ফলাফল আরও ভালো করতো। তবে শিক্ষার্থীদের এই অগ্রগতি যেন শিক্ষার সর্বোচ্চ স্থানে যায়। তিনি আরও বলেন, এই অর্জন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের। সবাইকে আন্তরিক অভিনন্দন ও সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’