BanshkhaliTimes

এসএসএসি পরীক্ষার্থী এমদাদ ৩ দিন ধরে নিখোঁজ!

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত ছাবের আহমদের ছেলে
মোঃ এমদাদ উল্লাহ (১৭) এসএসসি পরীক্ষা দিয়ে আর বাড়িতে ফিরেনি। ৩ দিন ধরে তার কোন খোঁজ নেই।

তার গায়ের রং ফর্সা সে চন্দনাইশ অাব্দুল মাহাবুব উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষা শেষ করে গত শনিবার (৯ মার্চ ২০১৯ ইং) সকাল ১১ টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নিজের ব্যবহৃত মোবাইল ০১৮৬৩১১১৩৪১ ফোন মও বন্ধ।

এ ব্যাপারে চন্দনাইশ থানায় জিডি করা হয়েছে। সাধারণ জিডি নং ৫১৬/১৯।

কেউ যদি কোন সন্ধান পেয়ে থাকেন উক্ত নাম্বারে ০১৮৩৪৬২০২৭২ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ- মোঃ অামান উল্লাহ আমান, বাঁশখালী উপজেলা সদর/ বাঁশখালী উপজেলা সদরে অবস্থিত তার মামা আলী হোসেনের নার্সারি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *