
বাঁশখালী টাইমস: এসএমএই খাতে অসামান্য অগ্রগতির স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ফিন্যান্সের ‘ফাস্টেস্ট গ্রোয়িং এসএমই ব্যাংক ২০১৮’ পুরস্কার লাভ করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
সম্প্রতি দুবাইয়ের জুমেরা এমিরাটসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
বিজ্ঞপ্তির তথ্য মতে, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ফিন্যান্স পাবলিকশেন্সের প্রিমিয়াম ম্যাগাজিন ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স’ এ অ্যাওয়ার্ডের উদ্যোক্তা। আর্থিক-শিল্পখাতের মেধাবী নেতৃত্ব, দক্ষতা সক্ষমতার স্বীকৃতি হিসাবে এই অ্যাওয়ার্ড দেয় ইন্টারন্যাশনাল ফিন্যান্স।
এ বছর ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক ব্যাংকের চেয়ারপার্সন, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইনান্সিয়াল অফিসারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিয়েছেন।
প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল এবং ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিমও অনুষ্ঠানে ছিলেন।