রাসেল চৌধুরী: এশিয়ার সেরা ৫০ ব্রান্ড লিডারে স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন চাঁটগার ছেলে আসিফ ইকবাল।
কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ সাতকানিয়ার গর্ব এই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব একাধারে বাংলাদেশের কর্পোরেট জগতের লিজেন্ড, মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং গাংচিল মিউজিকের পরিচালক।
জনাব অাসিফ ইকবালের Asia top 50 brand leader হিসাবে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সমিতি ঢাকার নেতৃবৃন্দ।
তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের সন্তান।