BanshkhaliTimes

এলাকার ভাঙা রাস্তা মেরামত করলেন দক্ষিণজেলা ছাত্রলীগ নেতা

নিজ এলাকার রাস্তার বেহালদশা দেখে এগিয়ে এলেন এক ছাত্রনেতা।

কয়েক দিন ধরেই নিজ এলাকা কাথরিয়া ( Kathoria ) ইউনিয়নের বেড়িবাঁধসংলগ্ন সড়কের বেহাল অবস্থা প্রত্যক্ষ করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান । পরে সংগঠনের নেতাকর্মীদের ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে নেমে পড়েন রাস্তা মেরামতে। শনিবার নিজেই কোদাল, বেলচা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি হাতে নিয়ে কর্দমাক্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন। তাঁর এ ধরনের কর্মে সকলেই প্রশংসা করেন।

স্থানীয় সূত্র জানায়, করোনাকালীন সময় নিজ এলাকাতেই ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান । এ সময় তাঁর চোখে পড়ে নিজ এলাকার রাস্তার বেহাল দশা। নিজের এলাকার রাস্তাটি চলাচলে অনুপযোগী। তাই নিজ দলের কর্মী ও এলাকার লোকজনদের নিয়ে আজ মেরামত করেন রাস্তাটি।

এ সময় উপস্থিত ছিলেন কাথরিয়া ( Kathoria ) ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আব্দুর রহিম, রাশেদ, জাফর, আইয়ুবসহ অন্যরা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *