এরশাদের জনসভা প্রতিহতের ঘোষণা দিলেন বাঁশখালী আওয়ামীলীগ

তাফহীমুল ইসলাম: আগামী বিশ তারিখ বৈলছড়ী হাই স্কুলের মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ।

আজ বিকাল ৫ টার সময় এরশাদের বাঁশখালী আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল গফুর।এতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত আলম, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে বাঁশখালীতে মাহমুদুল ইসলাম চৌধুরীকে আবাঞ্চিত ঘোষণা করা হয় এবং আগামী বিশ তারিখে মাহমুদুল ইসলাম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেয় উপজেলা আওয়ামীলীগ।

এরপর বৈলছড়ী বাজার থেকে একটি মিছিল বের হয়ে হাবিবের দোকান ও ভোলার ঘাটা প্রদক্ষিণ করে।

Spread the love

2 thoughts on “এরশাদের জনসভা প্রতিহতের ঘোষণা দিলেন বাঁশখালী আওয়ামীলীগ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *