BanshkhaliTimes

এম মোরশেদ খানের সাথে বাঁশখালী বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সাক্ষাৎ

জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ার এম মোরশেদ খানের সাথে সাক্ষাৎ করেন বাঁশখালী উপজেলা বি এন পি র সাধারণ সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম খলিল ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পি র সাবেক যুগ্মআহবায়ক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।

নেতৃবৃন্দ সাক্ষাতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পি ও অংগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন ও সর্বশেষ রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন।

মোরশেদ খান এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে সাংগঠনিক কর্মসূচীর নির্দেশ দেন এবং সিনিয়র নেতাদের সাংগঠনিক যেকোনও হটকারী ও বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *