নব সূচনা
এম. কে. চৌধুরী রানা
এ নিষ্ঠুর ভবে আমায় একা ফেলে
অপ্রতিরোধ্য গণ্ডির মধ্যমণিতে
সুখের যে দিবাস্বপ্ন দেখছো,
আমার ভালবাসার রঙধনু দিয়ে
সব ভেঙে আমি ছারখার করে দেবো।
চেয়ে দেখো আমি একা
সসীম এ সবুজ বৃত্তে
জ্যামিতির কাঁটাকম্পাসে
তোমাকে পূণঃ কাছে আনার
নীলনকশা তৈরী করছি।
রঙধনুর চার রঙের আলোতে
ভেঙে দেবো অন্ধকারের বাতায়ন,
বাকি তিন রঙের উত্তপ্ততায়
তোমার সহনীয় নিদ্রা কুটিরের তাপকে,
অসহনীয় করে,অস্থির হয়ে,
ছুটে আসবে আমার লোমশ বুকে।
তোমার দিক ভ্রান্ত আঁধার ভেঙে
চতুরাংশে নব আলো ছড়িয়ে,
অতীত ভ্রান্ত পায়ে ঠেলে,
নব রূপে নব জীবনের
নব সূচনা করবো।