‘এম আনোয়ারুল আজিম মেধা বৃত্তি’ আয়োজনকল্পে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

বাঁশখালী টাইমস: খ্যাতিমান সমাজসেবী ও সমাজ সংস্কারক মরহুম এম আনোয়ারুল আজিম ভোলা স্মরণে বাঁশখালীব্যাপী মেধাবৃত্তি প্রচলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এম আনোয়ারুল আজিম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এতে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।

এ লক্ষ্যে আজ নগরীতে মরহুমের পুত্র প্রকৌশলী কাউসার আজিম অঞ্জনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মু.আশেকুর রহমান চৌধুরী, এম আনোয়ারুল আজিম বালিকা বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ দাশ, শিহাব উদ্দীন, মেধাবৃত্তি প্রকল্পের পরিচালক পলক তালুকদার, কবি আরকানুল ইসলাম, রেজাউল করিম, আবু ওবাইদা আরাফাত, ডাঃ সাওগাত উল ফেরদাউস, রাছিফ ইকবাল রাকিব, মামুন, মিসকাত, আয়াজ প্রমুখ।

সভায় চলতি বছরের ডিসেম্বর থেকে স্কুল পর্যায়ে প্রথম হতে দশম শ্রেণি পর্যন্ত নিয়মিত বার্ষিক এই মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত ও বাস্তবায়নকল্পে বিভিন্ন পরিকল্পনা গৃহিত হয়েছে।

এতে বাঁশখালীর প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *