এম. আনোয়ারুল আজিম মেধাবৃত্তি-১৭’র সব প্রস্তুতি সম্পন্ন, কাল পরীক্ষা
আরকানুল ইসলাম: আগামীকাল ২৩ ডিসেম্বর, ২০১৭- শনিবার, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এম. আনোয়ারুল আজিম মেধাবৃত্তি-১৭ পরীক্ষা।
সারা বাঁশখালী হতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রায় সাত শতাধিক পরীক্ষার্থী এতে অংশ নেবে বলে জানা গেছে। প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই মেধাবৃত্তির অন্তর্ভূক্ত।
পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পরীক্ষার সময়। এসময় পর্যবেক্ষক হিসেবে ইউএনও, উপজেলা শিক্ষা অফিসার থাকার কথা রয়েছে।
এম. আনোয়ারুল আজিম মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি কাওসার আজিম অঞ্জন জানান, পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। প্রবেশপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্রও স্কুলসমূহে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের সকাল সাড়ে দশটার মধ্যে কেন্দ্রে প্রবেশের আহবান জানান।
পরীক্ষা অনুষ্ঠিত হবে চেচুরিয়া ভোলার ঘাটা সংলগ্ন এম. আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ে।
আরও পড়ুন :