এম. আনোয়ারুল আজিম মেধাবৃত্তির পুরস্কার বিতরণী সম্পন্ন

তাফহীমুল ইসলাম/ জিসান আলী: মরহুম এম. আনোয়ারুল আজিম মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এম. আনোয়ারুল আজিম মেধাবৃত্তি-‘১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ দুপুরে চেচুরিয়া ভোলার ঘাটাস্থ এম. আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কাউসার আজিম অঞ্জন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এম. আনোয়ারুল আজিম মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবিকা ফলক আরা আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাউন্ডশনের সদস্য ব্যাংকার তমল হোসাইন, বাশঁখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি রাশেদ আলী, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন, এম.আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্র লাল দে প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- মরহুম এম. আনোয়ারুল আজিম আজীবন স্বপ্ন দেখেছেন- চেচুরিয়া গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তর করার। তিনি চেয়েছিলেন- এই গ্রাম শিক্ষার আলোয় আলোকিত হোক। তিনি গ্রামের মানবকল্যাণের যে স্বপ্ন বুকে ধারণ করেছিলেন সেই স্বপ্নকে যতটুকু পেরেছেন বাস্তবে রূপান্তর করে দেখিয়ে গেছেন। বাকী অসমাপ্ত কাজগুলো আজ তাঁর পরিবারের সদস্যরা সমাপ্ত করছে। যার প্রমাণ- এই বিদ্যালয়। প্রধান অতিথি এই বৃত্তি আয়োজক কমিটিকে এবং আয়োজনে সহযোগিতাকারী, শ্রমদানকারীদের ধন্যবাদ জানান।
পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

উল্লেখ্য- গত ২৩শে ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই মেধাবৃত্তি পরীক্ষা। এতে বাঁশখালীর বিভিন্ন বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *