(বাঁশখালী টাইমস)- বাঁশখালীর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য দিদারুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ (মাসুদ)। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক মঈন উদ্দীন মামুন, উপ-প্রচার সম্পাদক মহসিন সিরাজ,ছাত্রলীগ নেতা মহিউদ্দীন মাহি,মামুনুল ইসলাম, ওবায়দুল হক, তারেকুল ইসলাম, যুবলীগ নেতা মুহাম্মদ মুজিব, হান্নান, সেলিম, আকতার, রাসেল, মিজানসহ ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মিছিলটি চেচুরিয়া বাজার থেকে শুরু হয়ে বৈলছড়ী বাজার প্রদক্ষিণ করে আবার চেচুরিয়া হয়ে ভোলার ঘাটা প্রদক্ষিণ করে চেচুরিয়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ (মাসুদ) প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি বলেন- বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর থেকে বাঁশখালীতে বইছে উন্নয়নের জোয়ার। তা একটি কুচক্রী মহল সহ্য করতে পারছে না। তাই এমপি মহোদয়ের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, অপবাদ দিচ্ছে, কূৎসা রটনা করছে। তারই অংশ হিসেবে- একটি সাজানো ঘটনায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় যুবলীগ, ছাত্রলীগ ষড়যন্ত্রকারীদের রাজপথে প্রতিহত করবে।
প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন- আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাঁশখালীর গনমানুষের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করে বাঁশখালী আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে বিএনপি-জামাত বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
তাফহীম /ই-৬