ডেস্ক: এবার চেয়ারম্যান লেয়াকত আলীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বাদী পক্ষের শুনানীতে অংশগ্রহণ করেন বাঁশখালী আদালতের এপিপি এডভোকেট বিকাশ রঞ্জন ধর, এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, এডভোকেট নুরুল আবছার, এডভোকেট এস.এম তোফাইল বিন হোছাইন, এডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী, এডভোকেট শওকত ইকবাল চৌধুরীসহ অন্য আইনজীবিরা। দীর্ঘ শুনানী শেষে ওই বিএনপি নেতা লেয়াকত আলীকে মামলার আগামী ধার্য্য দিবসে হাজির হওয়ার জন্য সমন জারি করেন বিজ্ঞ আদালত।
এ ব্যাপারে মামলার বাদী অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ৫ খুন মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় স্বত্বেও বিএনপি নেতা লেয়াকত আলী ইফতার মাহফিলে অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে। তার ওই বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তার বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। আমি প্রশাসনের প্রতি তাকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গত ৫ জুন বাঁশখালীর আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে লেয়াকত আলীর বিরুদ্ধে প্রথম মামলাটি করে।
উল্লেখ্য, ৪ জুন সোমবার বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি’র ব্যানারে আয়োজিত এক ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে ৫ খুন মামলার আসামীসহ একাধিক মামলার পলাতক আসামী স্থানীয় বিএনপি নেতা লেয়াকত আলী।