মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কচির উদ্দীন। তিনি উপজেলার দক্ষিণ নাপোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে বাঁশখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। এবার চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মিরসরাই রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কামরুন নাহার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক ইসলাম, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হয়েছেন কোতোয়ালী আলকরণ বালিকা সরকারি তালের সহকারি শিক্ষিকা হাবিবা ফেরদৌস আরা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হয়েছেন রাঙ্গুনিয়া রাজানগর সাত ঘড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এস এম সি নির্বাচিত হয়েছেন শহীদ সিরাজ চৌধুরী স্বপন সাতকানিয়া, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম -৬ রাউজান আসনের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী, শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন কোতোয়ালী কাজির দেউড়ি বালিকা বিদ্যালয়ের শিক্ষক রমা বড়ুয়া, শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী) সীতাকুণ্ড মুদ্রক্ষরিক অফিস সহকারি কাম কম্পিউটার মোঃ শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নরুচ্ছেফা,শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম পিটিআই কম্পিউটার সাইন্স ইন্সপেক্টর মোঃ আব্দুল বাতেন।
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ কচির উদ্দীন ২০০৩ সালের ১৮ জানুয়ারি দক্ষিণ বরুমছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। এরপর ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর পুঁইছুড়ি মখছুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর ছনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সর্বশেষ ২০১৭ সালের ১৭ই এপ্রিল দক্ষিণ নাপোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোঃ কচির উদ্দীন।
মোহাম্মদ কচির উদ্দীন দায়িত্ব গ্রহণের পর থেকেই সি ইন এড (১ম বিভাগ) পটিয়া পি টি চট্টগ্রাম, বি এড সরকারী টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম থেকে মেধা তালিকা ১১ তম (জাতীয় বিশ্ববিদ্যালয়), এম এড ১ম শ্রেণীতে প্রথম সরকারী টিচার্স ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম,প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ কচির উদ্দীন বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায়
জেলা প্রশাসনের সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষকসহ বাঁশখালীবাসীর জন্য উৎসর্গ করলাম।