আরকানুল ইসলাম:
আবার নতুন একটা ঈদের নাটকে অভিনয় করলেন বাঁশখালীর ছেলে এহসান। ঈদে প্রচারিতব্য ‘ভিলেজ কাপ’ নাটকে তিনি অভিনয় করেছেন।
ঈদ খুশির আনন্দে ভেসে যাওয়ার দারুণ এক উৎসব। সেই উৎসবের মাত্রা বাড়িয়ে দিতে দোরগোড়ায় হাজির ফুটবল বিশ্বকাপ। ঈদ আর বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে একই সময়ে। বাড়তি আনন্দকে উদযাপন করতে আয়োজনের শেষ নেই। তেমনি করে টিভি নাটকেও ঈদ উপলক্ষে দেখা যাবে ফুটবল নিয়ে অনেক গল্প।
এরইমধ্যে অনেক নির্মাতাই জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মাণ করেছেন বেশ কয়টি ফুটবলভিত্তিক নাটক-টেলিছবি।
সেই ধারাবাহিকতায় ইফতেখার শুভ রচনা ও পরিচালনা করেছেন নাটক ‘ভিলেজ কাপ’। এতে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। সেখানে রয়েছে ফারুক আহমেদ, জোভান, বড়দা মিঠু, তারিক স্বপন, জামিল হোসেন, জাহারা মিতু, তাসনুভা এলভিন, এহসান প্রমুখ।
বাঁশখালীর অভিনেতা এহসান জানান, নাটকে খুব বেশি ফুটেজে না-থাকলে অভিনয় করে তিনি প্রীত বোধ করছেন। এভাবে ক্ষুদ্র-ক্ষুদ্র পায়ে তিনি এগিয়ে যেতে চান।
নির্মাতা জানালেন, আসছে ঈদে বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ভিলেজ কাপ’ নাটকটি।
উল্লেখ্য, এহসান এর আগে এটিএন বাংলায় প্রচারিত ‘নিখোঁজ ভালোবাসা’ নাটকে অভিনয় করেছিলেন।