এবারও বিএনপির প্রার্থী হচ্ছেন জাফরুল!

শিব্বির আহমদ রানা : আগামী সংসদ নির্বাচনে বাঁশখালী আসন থেকে এবারও ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।

মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম এর উদ্যোগে গত মঙ্গলবার পৌরসদরস্থ গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক দোয়া ও ইফতার মাহফিলে এ ঘোষণা দেয়া হয়। লায়ন এডভোকেট নাছির উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌরসভা ছাত্র দলের সভাপতি মো. রাসেল ইকবাল মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব অালমগীর কবির চৌধুরী, সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। আলহাজ্ব আমিনুর রহমান, সাবেক চেয়াম্যান কালীপুর ইউপি। এডভো. মো. কাশেম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

অামিনুর রহমান চৌধুরী বলেন, জাফরুল ছাড়া বাঁশখালী বিএনপির অস্থিত্ব কল্পনা করা অসম্ভব। আগামী নির্বাচনে বাঁশখালীতে সকলের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জাফরুলকে নির্বাচিত করতে সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবেও বলে জানান তিনি। আলমগীর কবির চৌধুরী বলেন, বাঁশখালীর গণমানুষের নেতা জাফরুলকে আগামী নির্বাচনে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সার্বিক পরিস্থিতি জনগণের অনুকূলে নয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলিত রমজান মাসেও বিদ্যমান। আওয়ামী সরকারের প্রতি জনগণের আর আস্থা নেই। জনগণের ভোটাধিকার হনন করে এই সরকার ক্ষমতায় এসেছিলো। আগামী জাতীয় নির্বাচনে সে সুযোগ দেওয়া হবেনা। তিনি বাঁশখালী পৌরসভা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও বিএনপির আংশিক কমিটির ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোরশেদ আলম আইয়ুব, ফজলুল কাদের চৌধুরী বৈলছড়ি ইউনিয়ন সভাপতি, শহিদুল আলম দক্ষিণ জেলা ছাত্রদল, এস এম শহিদ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক, নিলুফার আক্তার কাউন্সিলর বিএনপি, সারাবান তাহুরা ফেরদৌসি (কলি), আনোয়ার হোসেন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম সাবেক বাঁশখালী সভাপতি, মো. হাবীব চৌধুরী, মো. সোলতান, মো. আফছার, মহিউদ্দীন। এতে বাঁশখালীর ছাত্রদল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Spread the love

2 thoughts on “এবারও বিএনপির প্রার্থী হচ্ছেন জাফরুল!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *