BanshkhaliTimes

এতিমদের নিয়ে কমল স্মৃতি সংসদের দোয়া ও ইফতার

শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল পালন করলেন বাঁশখালী কমল স্মৃতি সংসদ।
শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলাস্থ স্থানীয় এলিট কনভেনশন হলে এতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল পালন করেছে বাঁশখালী কমল স্মৃতি সংসদ।
বাঁশখালী কমল স্মৃতি সংসদের অাহ্বায়ক ওসমান গণি মুজাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদের সিনিয়র যুগ্ম অাহ্বায়ক বেলাল মাহমুদ,যুগ্ম অাহ্বায়ক জালাল উদ্দীন,অাজিম উদ্দিন,নুরুল অাবচার,ওমান প্রতিনিধি হেফাজ উদ্দীন,নুর উদ্দীন ও সম্মানিত সদস্য অাতিকুর রহমান মানিক, নয়নমনি,অানিচ,ওয়াজেদ সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অাত্মার মাগফেরাত কামনায় এতিমদের নিয়ে দোয়া করা হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *