BanshkhaliTimes

এজেন্ট ব্যাংকিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ, বাঁশখালী অগ্রাধিকার

একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জন্য ‘এক্সিকিউটিভ’ পদে কিছু সংখ্যক পুরুষ/ মহিলা নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন একটি বিশ্বস্থ সূত্র।

সূত্র আরও জানায় এতে বাঁশখালীর প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

এতে যোগ্যতা হিসেবে কমপক্ষে স্নাতক পাশ, ব্যাংকের মার্কেটিং এ অভিজ্ঞদের অগ্রাধিকার এবং বেতন আলোচনা সাপেক্ষে বলে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের সিভি এই ঠিকানায় মেইল করতে বলা হয়েছে- [email protected]

সিভি পাঠানোর শেষ সময় ১২ জুন ২০১৮ ইং।

প্রেস বিজ্ঞপ্তি|

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *