এক সকালের অপেক্ষাতে
মৃন্ময় মনির
আচ্ছা , তুমি যদি হঠাৎ করে বদলে যেতে –
রাত-বিরাতে , স্নানঘরে , অনেক বেলার বিছানাতে
রুক্ষ ভাষায় …..বজ্র রূপে
একটু একটু শাসিয়ে দিতে !
আচ্ছা , তুমি যদি হঠাৎ করে বদলে যেতে –
দূরত্বের এই দিনগুলিতে
মাঝ-রাতের এই একলা বেডে
কাছে থাকার আর্তি নিয়ে
হাজার কথার অগ্নিবাণে
ফোন কলে বিদ্ধ করতে !
আচ্ছা,তুমি যদি হঠাৎ করে বদলে যেতে –
পাওয়া-না-পাওয়ার হাজার প্রশ্নে
একলা থাকার অনীহা নিয়ে
থমকে দাঁড়াও আমার পথে !
আচ্ছা , তুমি যদি হঠাৎ করে বদলে যেতে-
হুড ফেলা ঐ রিকশা নিয়ে
খোলা চুলে শহর দেখতে ….অথবা
কাশফুলের এই শরৎ দিনে
আলতো চাপে হাত ধরতে !
আমি তবে ——-
আকাশ ফাটা শব্দ করে
জানান দিতাম গর্বভরে
এখনও আছি, থাকবো তবু
এক সকালের অপেক্ষাতে।