টাইমস্ঃ বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। দক্ষিণ চট্টগ্রামের উপকুলীয় অঞ্চল হিসেবে খ্যাত বাঁশখালী ( Banshkhali ) উপজেলার সদর ৮নং জলদী ইউনিয়ন পরিষদকে ২০০২ সালের ২২ ডিসেম্বর পৌরসভা হিসেবে ঘোষনা করা হয়। এতে পৌরসভার ৩ টি মৌজা উত্তর জলদী, দক্ষিণ জলদী ও জঙ্গল জলদী এলাকা হিসেবে নির্ধারন করা হয়। পৌরসভা মোট ০৯(নয়)টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। বর্তমানে এটি দ্বিতীয় শ্রেনীর পৌরসভা। পৌরসভার মোট আয়তন ২৮.৪২ বর্গ কিঃ মিঃ এবং এর জনসংখ্যা প্রায় ৫০,০০০(পঞ্চাশ হাজার) এর কাছাকাছি। পৌরসভা সৃষ্টির পর হতে সরকারী বরাদ্দদ্বারা এবং নিজস্ব তহবিল হতে নূন্যতম বরাদ্দ দ্বারা পৌর উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা হয়। আত্ম সামাজিক উন্নয়ন প্রেক্ষাপটের আলোকে পৌরসভার সাধারন মানুষের আশা আঙ্খার প্রতিফলনের জন্য পৌর কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে।
বাঁশখালী ( Banshkhali ) পৌরসভার প্রথম মেয়র ছিলেন কামরুল ইসলাম হোসাইনী, বর্তমান মেয়র হিসেবে দায়িত্বরত আছেন শেখ সেলিমুল হক চৌধুরী।