শাম্মী তুলতুল একজন ঔপন্যাসিক ও শিশু-সাহিত্যিক।
অমর একুশে গ্রন্থ মেলায় ২০১৯ জনপ্রিয় ও বেস্ট সেলার লেখক শাম্মী তুলতুলের নতুন তিনটি বই বের হচ্ছে।
নতুন বই ‘ভূত যখন বিজ্ঞানী’। এটি শিশু-কিশোরদের জন্য তার অষ্টম বই। বইটি প্রকাশিত হচ্ছে প্রতিভা প্রকাশ থেকে।
প্রকাশক মঈন মুরসালিন।
প্রচ্ছদ করেছেন নিসা মেহজাবিন। মূল্য ১০০ টাকা।

সহজ সরল ভাষায় শিশুদের জন্য গল্প লিখে শিশুদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাছাড়া তিনি মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, পদ্মবু, শিশুদের জন্য বই গণিত মামার চামচ রহস্য, ‘পিঁপড়ে ও হাটির যুদ্ধ’ এই বইগুলো দিয়ে চমকে দিয়েছেন পাঠকমহলকে। ‘ভূত যখন বিজ্ঞানী’ ছাড়াও তার আরও দুটো বই বের হচ্ছে একটি হলো ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’।
ঐতিহাসিক গল্প নিয়ে রচিত এই উপন্যাস।
১৯৩২ সালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহরের হালদা নদীঘেঁষা গ্রাম রাউজান উপজেলায় রাউজানবাসী এবং রাউজানের মোহাম্মদপুরগ্রামবাসীর জন্য ছিল এক ঐতিহাসিক দিন। সেখানে অনুষ্ঠিত হয়েছিল একটি তরুণ কনফারেন্স, শিক্ষা ও সাহিত্য সম্মেলন। যার আয়োজক ছিলেন মোহাম্মদপুরবাসী।এই অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
তরুণ কনফারেন্সের অন্যতম নির্বাহী সদস্য ও সংগঠক ছিলেন মেধাবী বালক আব্দুল কুদ্দুস। যে কিশোর ছিল ছোটোবেলা থেকেই কবিভক্ত আর স্বপ্ন দেখতেন কবি নজরুলকে কাছে পাওয়ার। যার ফলে কবি নজরুলের দেখাশোনার সকল দায়িত্ব তার ওপর অর্পণ করা হয়।নজরুলও বন্ধু হিসেবে তাকে বেশ পছন্দ করেন। তাদের দুজনের বন্ধুত্ব ও নজরুলের অজানা কথামালার ঐতিহাসিক গল্প জানা যাবে কিশোর উপন্যাস- একজন কুদ্দুস ও কবি নজরুল এই বইটিতে।
বইটি সব পাঠককে নিয়ে যাবে সত্যিকার গল্পের এক রুপকথার জগতে। বইটির সার্বিক সহযোগিতা করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক জাকির তালুকদার ও লেখক আখতার হুসেন।
বইটি প্রকাশিত হচ্ছে শীর্ষ প্রকাশনী অনিন্দ্য প্রকাশ থেকে। প্রকাশক আফজাল হোসেন। প্রচ্ছদ করেছেন মুনিরা হোসেন।
বইটির দাম রাখা হয়েছে দুইশত টাকা।
আরেকটি হলো ‘কচ্ছপরাজার রাজপ্রাসাদ’।
বইটির প্রকাশিত হয়েছে পদক্ষেপ বাংলাদেশ থেকে। বইয়ের প্রচ্ছদ করেছেন সজল। দাম ১০০ টাকা।
উল্লেখ্য যে একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে শাম্মী তুলতুলের জন্ম। ছোটবেলা থেকেই তার লেখালেখির হাতেখড়ি।পরিবারের সবাইকে একদিকে যেমন দেখেছেন রাজনীতিতে অংশগ্রহণ করতে অন্যদিকে দেখেছেন সমান তালে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে অংশগ্রহণ করতে।
সেই থেকে এক যুগের চাইতেও বেশি সময় ধরে দৈনিক প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন ও ভারতের বিভিন্ন পত্র- পত্রিকায় লেখালেখি করে আসছেন।
পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি তিনি আবৃত্তি ও বেতারে অনুষ্ঠান গ্রন্থনাও করে থাকেন এবং সংগঠন পাঠাগার আন্দোলন বাংলাদেশের ব্রান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। তিনি ইতিমধ্যে নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কারসহ অন্যান্য জাতীয় সন্মাননায় ভূষিত হন। প্রতিবছর পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি জেলা প্রশাসক ২১শে ফেব্রুয়ারিতে শাম্মী তুলতুলের একক বই মেলার আয়োজন করেন। এই পর্যন্ত তার গ্রন্থ সংখ্যা ১৩ টি।
বই নিয়ে শাম্মী জানান, প্রতিটি বইতেই অন্তত একটি করে মেসেজ রাখার চেষ্টা করেন তিনি। ছোটদের বইগুলোতে হাস্যরসের পাশাপাশি থাকছে শিক্ষণীয় অনেক বিষয়। সবসময় ইতিবাচক মানসিকতা লালন করা লেখক শাম্মী তুলতুল চান, লেখালেখির মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখতে।