নিউজ ডেস্ক : আলোকিত সমাজ বিনির্মাণে স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একুশে ফাউন্ডেশনের পদযাত্রা।
মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে ৫টি শাখায় কার্যক্রম চলছে।
২৫ অক্টোবর ২০১৯ রোজ শুক্রবার, বিকাল ৪ঘটিকায় একুশে ফাউন্ডেশন কার্যালয়ে ১৫তম সাধারণ মিটিং অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন শামিম উল্লাহ আদিলের সভাপতিত্বে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বিগত ১১টা এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। মানবতার কাজকে আরো এগিয়ে নিতে সকলকে সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়।
একুশে ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরীর কার্যকরী সদস্য, মাহমুদুল হক চট্টগ্রাম ব্যবসায়ী সমিতির সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
সকলকে মানবতার কল্যাণে কাজ উদ্ভুদ্ধ হয়ে কাজ করার জন্য আলোকপাত করা হয়।