
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে করোনায় কর্মহীন, অভাবী এবং হতদরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখার উদ্যোগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
উল্লেখ্য, একুশে ফাউন্ডেশন পরিবার করোনা মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সচেতনতা, খতমে কুরআন এবং ত্রাণ বিতরণ করেন।
আজ ২৩এপ্রিল ২০২০, সকাল ১০টায় বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তথা (চাল, চিড়া, পিয়াজ, তেল, চিনি, আলু) পণ্য দেওয়া হয়।
এসময় একুশে ফাউন্ডেশন সংগঠনের স্বেচ্ছাসেবক এডমিন এহসান উল্লাহ, আবরার আবদুল্লাহ, আবদুর রহিম, ওমর ফারুক সোহাইল, আজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল বলেন- আমরা ফান্ড কালেকশন করে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। এই ক্রান্তিলগ্নে সমাজের সকলের এগিয়ে আসা উচিত।
প্রেস বিজ্ঞপ্তি
ধন্যবাদ একুশে ফাউন্ডেশন কে , মানবতারজয়হো,