বাঁশখালী টাইমস: পবিত্র রমজান উপলক্ষে একুশে ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল এবং নবগঠিত কার্যনির্বাহী পর্ষদ ২০২২-২৩ সেশনের সংবর্ধনা অনুষ্ঠান বাঁশখালী পৌরসভাস্ত ইয়েলো ক্যাপসিকাম রেস্টুরেন্টে ২২ এপ্রিল ২০২২, শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিত্র বাংলাদেশ এর চেয়ারম্যান, বাঁশখালীর সন্তান লায়ন এম আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ আসিফুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সোলতানুল আনিম চৌধুরী, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ দিদারুল হক সাকিব, প্রবীণ সাংবাদিক, দৈনিক আজাদী বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, এফ আই জিসান এবং নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম এহসান উল্লাহ, সাধারণ সম্পাদক হিমাদ্রি হোসাইন আবির সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম আইয়ুব বলেন- ‘রমজান সহমর্মিতার মাস। মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টার মাস। এই শিক্ষা যেন সারা বছর অটুট থাকে, এমন কর্মপরিকল্পনা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’