একুশের কবিতা || ভাষার সৃষ্টি
দিপু
ও ভাষা!
তুমি জানো স্রষ্টা তোমার কে?
এই সৃষ্টি আজ কানে কানে সেই কথাই বলবে।
বাংলা আমার বচন জন্মেছি এই বঙ্গে
বাংলায় কথা বলি সখ্যতা তার সঙ্গে।
বাংলা ভাষা…? মনে হয় কত সহজ, আসলে কি তাই?
বলতে গেলেই জগাখিচুড়ী হিসেব মেলে না ভাই।
ভাষার সৃষ্টি কার ভেবেছি কি কখনও ?
ভাবনা এলেই প্রগতি ঢেকে দেয় এখনও।
ভাবছেন প্রগতি কেন?
শব্দটি যখন সামনে আসে
চোখের মধ্যে বার বার ধর্ম নিরপেক্ষবাদ ভাসে।
সূরা রূমের আয়াত নং বাইশের বাক্য
আল্লাহর সৃষ্টি ভাষা তার ব্যাপারে দেয় স্বাক্ষ্য।
আসমান-জমিন, ভাষা ও বর্ণ বৈচিত্র্যের নিদর্শন
নানান ইনসানের, নানান ভাষা সবই তাঁর দান।
পৃথিবীর সমস্ত ভাষার সৃষ্টিই স্রষ্টার,
জীবন সাঙ্গ হলেও হবে না শেষ ভাবনার।