একসঙ্গে কয়টা মরদেহ দেখেছেন?
মুরশিদুল আলম চৌধুরী
আমি প্রায় এক লাখ মরদেহ একসঙ্গে দেখেছি। লাশের মিছিল! সেখানে আমার নানা, নানী, মামীসহ ১৪ স্বজনের মরদেহও ছিল। তাদের গলিত-অর্ধগলিত দেহের খোঁজে কত দিন পাগলের মতো ঘুরেছি! একজনকেও পাইনি।
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে মারা গিয়েছিল প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ।
আজ সেই দিন। দিনটি এলে আমার হাতে কাজ ওঠে না! সারাটা দিন দখিনা বাতাসে আমার স্বজনের মরদেহের গন্ধ খুঁজে ফিরি!