একটি চুমু
আলাউদ্দীন কবির
পনেরো বছর ধরেই একটি চুমুর আবেশে মুগ্ধ আমি
ভুলতে পারি না আলো-আঁধারির চুমুময় সে গ্রাম্য সন্ধ্যা
বারবার শতো বার ফিরে ফিরে আসে সেই পবিত্র চুমু !
সমাজের চোখে চুমুমাত্রই পাপ, নয়তো প্রশ্নবিদ্ধ কর্ম
প্রেমাল হৃদয় মানে না, কখনো মানেনি সে রীতি;
হৃদয়ের রীতি যে একান্ত হৃদয়জ !
সেই ঠোঁটজোড়া, সেই বাহুডোর, সেই বৃষ্টিস্নাত সাঁঝ
সেই গোলগাল চেহারার প্রেমময় মানুষটি কোথায় হারালো ?
সেই অসহ্যসুন্দর অধর কি অধরাই থেকে যাবে বাকিটা জীবন ?
পনেরো বছর ধরেই এসব প্রশ্নের মুখোমুখী করে চলেছে আমায়
সেই পবিত্র সেই স্মৃতিময় সেই আলো-আঁধারির একটি চুমু…